Header Ads

পালং-জাজিরার কাছে হেরে গেলো ব্যারিস্টার সুমন একাদশ || SHARIATPUR LIVE

 শেখ হাসিনা গোল্ডকাপ প্রীতি ফুটবল ম্যাচে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমিকে ০-১ গোলে হারিয়ে জয় পেয়েছে পালং-জাজিরা একাদশ, শরীয়তপুর।


শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে শরীয়তপুরে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ফুটবল ম্যাচের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। আয়োজনে ছিলেন আলহাজ অ্যাডভোকেট সুলতান হোসেন মিয়া ফাউন্ডেশন।

ব্যারিস্টার সুমন তার ফুটবল একাডেমি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে প্রীতি ফুটবল ম্যাচ খেলে থাকেন। সব খেলাতেই দর্শকদের উপচেপড়া উপস্থিতি দেখা যায়। শরীয়তপুরে আজও হাজার হাজার দর্শকদের সমাগম হয়েছে।


খেলায় প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। এছাড়া জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, পুলিশ সুপার মো. সাইফুল হক, জাজিরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোবারক আলী সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা পালং-জাজিরা একাদশ, শরীয়তপুর ও ব্যারিস্টার সুমনের হাতে কাপ তুলে দেন।


এ সময় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বলেন, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সঙ্গে আমাদের ফুটবল টিমের খেলা হয়েছে। সমাজ থেকে মাদক দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব। ব্যারিস্টার সুমন শরীয়তপুর আসায় তাকে ধন্যবাদ জানান তিনি।

কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যদবাদ

Blogger দ্বারা পরিচালিত.