নড়িয়া উপজেলার নিরবাচন অফিসের দুর্নীতি হয়রানির স্বিকার হয়ে আত্বহত্যা করতে চেয়েছে রিনা বেগম নামে এক মহিলা আতিয়ার রহমানের বিচার চায় রিনা বেগম সহ অনেক হয়রানির স্বিকার নড়িয়া উপজেলার সাধারন জনগন।মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এবং পানি সম্পদ উপ মন্ত্রী এনামুল হল শামিম এমপি মহোদয়ের দৃস্টি কামনা করি।